IND vs AUS: ভারতের পরাজয়! দুঃখের সময় টিম ইন্ডিয়ার পাশে মোদী

ফের ২০০৩ সালের পুনরাবৃত্তি ঘটল। টিম বদলেছে, পরিস্থিতি বদলেছে। বদলাল না শুধু ফলটুকু। ২০ বছর আগের বদলা নেওয়া হল না রোহিতদের। বরং তাদের যন্ত্রণা আরও বাড়ল।

New Update
pm modi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দুরন্ত জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হল প্য়াট কামিন্সরা। এদিন ম্যাচ অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে আরও একবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর বিরাট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বলেন, 'প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপের মাধ্যমে আপনাদের মেধা ও সংকল্প ছিল উল্লেখযোগ্য। আপনারা মহান চেতনা নিয়ে খেলেছেন এবং জাতির জন্য অপরিসীম গৌরব বয়ে এনেছেন। আমরা আজ এবং সবসময় আপনাদের পাশে আছি।' 

hire