/anm-bengali/media/media_files/IjDLTeh2r3KIncWVQZVB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, মহারাষ্ট্রের পোহারাদেবীর জগদম্বা মাতা মন্দিরে ঐতিহ্যবাহী ঢোল বাজালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Washim, Maharashtra: Prime Minister Narendra Modi tries his hands on a traditional dhol at Jagdamba Mata Temple, Poharadevi. pic.twitter.com/0Ez1YmiVOV
— ANI (@ANI) October 5, 2024
এছাড়া, মহারাষ্ট্রের ওয়াশিমে সন্ত সেবালাল মহারাজ ও সন্ত রামরাও মহারাজের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/media_files/x86GFr9FYa32ZdawvxVZ.jpg)
আরও জানা গিয়েছে, বানজারা সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনে বানজারা বিরাসত মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়াশিমে বানজারা বিরাসত সংগ্রহালয়ের উদ্বোধন ও পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসও উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us