অপেক্ষার অবসান, রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী

আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে তিনি ৫৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প দুটি নির্বাচনী রাজ্যকে উৎসর্গ করবেন।

author-image
SWETA MITRA
New Update
modi mp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, ভোটমুখী রাজ্য মধ্যপ্রদেশে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশেরভোপালেপৌঁছেছেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী।বিনারিফাইনারিতেপেট্রোকেমিক্যালকমপ্লেক্সএবংরাজ্যজুড়েদশটিনতুনশিল্পপ্রকল্পসহ৫০,৭০০কোটিটাকারওবেশিমূল্যেরপ্রকল্পেরশিলান্যাসকরবেনপ্রধানমন্ত্রীমোদী।