গয়ায় আসছেন প্রধানমন্ত্রী, বললেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা

বিহারে একাধিক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-21 10.23.55 PM

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল গয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিশ্চিত করে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা মঙ্গলবার বলেন, “আগামীকাল গয়ায় প্রধানমন্ত্রী আসছেন। আমাদের নেতা, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও উপস্থিত থাকবেন। গোটা বিহারের জন্য একাধিক নতুন উদ্যোগের ঘোষণা হবে। আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”

তিনি আরও জানান, “প্রধানমন্ত্রী যখনই বিহারে আসেন, তখনই একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। আগে তিনি মোতিহারি, সিওয়ান ও মধুবনীর সভায় যোগ দিয়েছিলেন, আর এবার আসছেন গয়ায়। এই সফর বিহারের উন্নয়ন পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি, গয়ার সভাস্থল ও সংলগ্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ জোরদার করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারে আসন্ন নির্বাচনের আগে মোদির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। উন্নয়ন প্রকল্পের ঘোষণা যেমন ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে, তেমনই নীতীশ কুমারের উপস্থিতি এনডিএ জোটের শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে।