যুদ্ধবিরতি ফের পাকিস্তান লঙ্ঘন করলে... এবার সেনাবাহিনী বড় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে বড় নির্দেশ দিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Modi


নিজস্ব সংবাদদাতা: সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মাঝে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে জানা গেছে, সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে—পাকিস্তান যদি গুলি চালায়, তবে ভারত থেকে গোলাবর্ষণের জবাব যাবে। প্রধানমন্ত্রী সাফ ভাষায় বলেছেন, “চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।”

জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতের প্রসঙ্গে মোদী বলেন, “আমরা বলেছিলাম ঘরে ঢুকে মারব—সেটা আমরা করে দেখিয়েছি। বাহাওয়ালপুর, মুরিদ, মুজাফ্‌ফরাবাদ—সব ধ্বংস করে দিয়েছি। এরপরও যদি ও-পার থেকে গুলি আসে, তাহলে গোলা যাবে।”

indian air force

শনিবার পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করার পর দুই দেশের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সূত্রের খবর, ভারত এখনও সংঘর্ষবিরতির শর্ত মেনে চলছে, তা সত্ত্বেও মোদীর কড়া বার্তা—পাকিস্তান যদি আগ্রাসন থামাতে না চায়, তাহলে ভারতও চুপ থাকবে না।

এদিকে, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ভারতীয় বায়ুসেনাও। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তারা জানিয়েছে, “অপারেশন সিঁদুরে বায়ুসেনা সফলভাবে দায়িত্ব পালন করেছে, পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এটি এখানেই শেষ নয়—অপারেশন সিঁদুর এখনও চলছে। সময়মতো বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।” পাশাপাশি তারা ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও আবেদন জানিয়েছে।