দশেরা উপলক্ষ্যে কি বললেন রাষ্ট্রপতি?

অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের রাবণের উপর মানবতার জয়ের প্রতীক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Draupadi

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি বলেন, “মানবজাতি কল্যাণের জয়ের মাধ্যমে সমৃদ্ধ হয়। যখন সন্ত্রাসবাদের রাক্ষস মানবজাতিকে আক্রমণ করে, তখন তাকে খুঁজে বের করা অপরিহার্য হয়ে ওঠে। ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের রাবণের উপর মানবতার জয়ের প্রতীক। এর জন্য, আমরা ভারত মাতাকে রক্ষাকারী প্রতিটি যোদ্ধার সামনে মাথা নত করি এবং তাদের ধন্যবাদ জানাই”।