/anm-bengali/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-86-am-2025-08-16-08-35-34.png)
নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর রাজঘাট সংলগ্ন ‘সदैव অटल’ স্মৃতিসৌধে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থেকে প্রয়াত নেতাকে শ্রদ্ধা নিবেদন করেন।
/anm-bengali/media/post_attachments/72d975af-79d.png)
সভায় বাজপেয়ীর রাজনৈতিক জীবন, তাঁর নেতৃত্ব এবং ভারতীয় রাজনীতিতে অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। প্রধানমন্ত্রী মোদি বলেন, “অটলজি শুধু একজন নেতা নন, তিনি ভারতবর্ষের প্রেরণার প্রতীক।” রাষ্ট্রপতি মুর্মুও বাজপেয়ীর কর্মজীবনকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
#WATCH | Delhi | President Droupadi Murmu, PM Modi and other senior leaders attend the prayer meeting at 'Sadaiv Atal', the memorial of former PM Atal Bihari Vajpayee, on his death anniversary
— ANI (@ANI) August 16, 2025
(Video source: DD) pic.twitter.com/iT2zqi0k77
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us