/anm-bengali/media/media_files/2025/10/22/draupadi-murmu-2025-10-22-16-12-15.png)
নিজস্ব সংবাদদাতা: আজ, বুধবার (২২ অক্টোবর) দুপুরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে গেলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলে হঠাৎ বদলে যাওয়া হেলিপ্যাডে অবতরণের মুহূর্তে ধসে পড়ল নতুন সিমেন্ট করা টার্ম্যাক, তার উপর ছিল তাঁদের রাষ্ট্রীয় হেলিকপ্টার।
রাষ্ট্রপতির চার দিনের কেরল সফরের আজকের গন্তব্য ছিল দক্ষিণ ভারতের বিখ্যাত সবরীমালা মন্দির। পূর্ব নির্ধারিত রুট থেকে বদলে, খারাপ আবহাওয়া ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার হেলিপ্যাড বদল হয়। দিনের আগে পরিকল্পিত ছিল নিলাকলে অবতরণ, কিন্তু আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে অবশেষে হেলিপ্যাড তৈরি করা হয় মাটিতে দ্রুত হেকস্ট্রাকচারে।
হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গে টার্ম্যাকের সিমেন্টভরা অংশ ধসে পড়ে। আনুষঙ্গিক কর্মকর্তা জানিয়েছেন, সব ঠিক মতো শুকায়নি—নতুন করে তৈরি হেলিপ্যাড হয়েও দণ্ডবদ্ধভাবে প্রস্তুত হয়নি, সিমেন্ট পুরোপুরি জমেনি। হেলিকপ্টারের চাকার নিচের মাটিতে ফাটল পড়ে যায়। এরপর দেখা গেছে হেলিকপ্টারটি থেমে যায় একধারে — পুলিশ ও দমকল কর্মীরা হেলিকপ্টার ঠেলে ঠেলে তাকে সোজা করার চেষ্টা করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি তিরুবনন্তপুরমে মঙ্গলবার বিকেলে পৌঁছেন এবং আজ সবরীমালার আয়াপ্পা মন্দিরে পূজা দেন। এই সফরে তিনি প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে সবরীমালা যাচ্ছেন এবং রাষ্ট্রপতির মর্যাদায়ও তিনি দ্বিতীয় হিসেবে এই মন্দিরে যান। এই সফরের পর বিকেলেই তিনি তিরুবনন্তপুরমে ফিরে আসবেন। এরপর আগামীকাল রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে. আর. নারায়ণন এর মূর্তি উন্মোচন করবেন। এরপর তিনি ভারকালায় শিবগিরি মঠে যাবেন ও সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ অক্টোবরের তারিখে তিনি এরনাকুলামে সেন্ট টেরেসা কলেজের অনুষ্ঠানে অংশ নেবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/03/1000115606.jpg)
এই হঠাৎ পরিবর্তিত হেলি ল্যান্ডিংয়ের কারণে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে — কেন শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করা হলো, নতুন হেলিপ্যাডের প্রস্তুতিতে কতটা তৎপরতা ছিল, এবং অবতরণের আগে আবহাওয়ার সতর্কতা নেওয়া হয়েছিল কি না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, “ঈশ্বরের কৃপায় কেরল সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুজি আজ বড় দুর্ঘটনা এড়াতে পারলেন। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।”
দুর্ঘটনা এড়ানোর মধ্যেই আজকের এই সফর এবং অবতরনের ঘটনাটি যে আলোচনায় আসবে তা বলাই যায়।
#WATCH | Kerala: A portion of the helipad tarmac sank in after a chopper carrying President Droupdi Murmu landed at Pramadam Stadium. Police and fire department personnel deployed at the spot physically pushed the helicopter out of the sunken spot. pic.twitter.com/QDmf28PqIb
— ANI (@ANI) October 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us