পাকিস্তানের দাবিকে ধূলিস্যাৎ করলেন রাষ্ট্রপতি, রাফাল পাইলট শিবাঙ্গী সিংয়ের সঙ্গেই ভরলেন উড়ান

প্রায় ৩০ মিনিট ধরে নতুন রাফাল যুদ্ধবিমানে উড়ে যান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G4aYSRbXgAAzurp

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের অপপ্রচারকে কার্যত চোখে আঙুল দিয়ে জবাব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপারেশন ‘সিঁদুর’-এর সময় ভারতীয় বায়ুসেনার পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে বন্দি করার যে দাবি করেছিল পাকিস্তান, রাষ্ট্রপতির এক ছবিতেই সেই দাবি ভেসে গেল হাওয়ায়।

বুধবার হরিয়ানার অম্বালা এয়ারফোর্স বেসে বায়ুসেনার বিশেষ পরিদর্শনে যান রাষ্ট্রপতি। সেখানে গিয়ে তিনি প্রায় ৩০ মিনিট ধরে নতুন রাফাল যুদ্ধবিমানে উড়ে যান। রাষ্ট্রপতিকে দেখা যায় সম্পূর্ণ বায়ুসেনার পোশাকে, হেলমেট ও ফ্লাইটস্যুটে। পরিদর্শনের শেষে রাফালের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ছবি তোলেন — আর সেই ছবিই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে পাকিস্তান দাবি করেছিল, ‘অপারেশন সিঁদুর’-এর সময় তারা ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং পাইলট শিবাঙ্গী সিংকে শিয়ালকোট সীমান্তের কাছে বন্দি করেছে। ভারতীয় বায়ুসেনা শুরু থেকেই সেই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল। আজ রাষ্ট্রপতির উপস্থিতিতে শিবাঙ্গী সিংয়ের প্রকাশ্য উপস্থিতি কার্যত প্রমাণ করল পাকিস্তানের সেই প্রচার ছিল একেবারে ভিত্তিহীন।

G4aYO7pWcAAWtbN

উল্লেখ্য, স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং দেশের প্রথম এবং একমাত্র মহিলা রাফাল পাইলট। উত্তরপ্রদেশের বারাণসী-তে জন্ম তাঁর। ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন তিনি, মহিলা ফাইটার পাইলটদের দ্বিতীয় ব্যাচের অংশ হিসেবে। ২০২০ সালে রাফাল ফ্লাইটের জন্য নির্বাচিত হন। তারপর থেকেই তিনি অম্বালা এয়ারবেসে পোস্টেড।

রাষ্ট্রপতির রাফাল সফর ও শিবাঙ্গীর সঙ্গে ছবিকে কেন্দ্র করে গর্বে উচ্ছ্বসিত গোটা দেশ। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই সফরের মাধ্যমে রাষ্ট্রপতি শুধু প্রতীকী নয়, বাস্তবিকভাবেও দেশের প্রতিরক্ষা প্রস্তুতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। আর পাকিস্তানের মিথ্যা প্রচারের জবাবে এই এক ছবিই যেন যথেষ্ট।