রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক উড়ান — রাফালে বিমানে আকাশযাত্রা করলেন আম্বালায়

ভারতীয় বায়ুসেনার দুটি যুদ্ধবিমানে উড়ান নেওয়া প্রথম রাষ্ট্রপতি মুর্মু; এর আগে ২০২৩ সালে করেছিলেন সুখোই-৩০ এমকেআই-তে উড়ান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G4cLuaKXwAASsVd

নিজস্ব সংবাদদাতা: ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হরিয়ানার আম্বালা এয়ার ফোর্স স্টেশনে রাফালে যুদ্ধবিমানে উড়ান (sortie) নিয়ে তিনি হয়ে গেলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, যিনি বায়ুসেনার দুটি ভিন্ন যুদ্ধবিমানে আকাশযাত্রা করেছেন।

রাষ্ট্রপতি মুর্মু রাফালে বিমানে এই ঐতিহাসিক উড়ানটি সম্পন্ন করেন ভারতীয় বায়ুসেনার অভিজ্ঞ পাইলটদের সঙ্গে। এর আগে তিনি ২০২৩ সালে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে উড়ান নিয়েছিলেন।