নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার উত্তর প্রদেশ সরকার ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩০ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। প্রায় ৯০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার পাঁচটি বড় পরিবর্তন বাস্তবায়ন করেছে, যার মধ্যে পুরো মেলা এলাকাকে ‘নো-ভেহিকল জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
যা জানা যাচ্ছে, ভিড় নিয়ন্ত্রণে ইউপি সরকার ৫টি বড় পদক্ষেপ নিয়ে এসেছে। সেগুলি হল –
নো-ভেহিকল জোন - মহাকুম্ভ মেলা এলাকা সম্পূর্ণরূপে নো-ভেহিকল জোন ঘোষণা করা হয়েছে। জরুরি যানবাহন ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
VVIP পাস বাতিল - ভিড় নিয়ন্ত্রণে VVIP-দের বিশেষ পাস প্রদান বাতিল করা হয়েছে।
ওয়ান ওয়ে রুট - তীর্থযাত্রীদের চলাচল নিয়ন্ত্রিত করতে একমুখী ট্রাফিক ব্যবস্থা বা ওয়ান ওয়ে রুট চালু করা হয়েছে।
যানবাহন প্রবেশ নিষেধ - প্রয়াগরাজের প্রতিবেশী জেলা থেকে আসা যানবাহনকে শহরের প্রবেশপথে থামানো হচ্ছে।
৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ - শৃঙ্খলা বজায় রাখতে চার চাকার গাড়ির প্রবেশ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ রাখা হয়েছে।