মন্ত্রিসভার অনুমোদন—বড় রদবদলে বদলে গেল দুই গুরুত্বপূর্ণ বাহিনীর নেতৃত্ব

এজিএমইউটি ক্যাডারের অফিসার প্রবীর রঞ্জনকে নতুন করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
PRAVEEN RANJAN

নিজস্ব সংবাদদাতা: ভারতের আধাসামরিক বাহিনীর নেতৃত্বে বড়সড় রদবদল হল। ১৯৯৩ ব্যাচের দুই প্রবীণ আইপিএস অফিসারকে এবার দেশের দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ দায়িত্বে বসানো হয়েছে।

এজিএমইউটি ক্যাডারের অফিসার প্রবীর রঞ্জনকে নতুন করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি একই বাহিনীতে স্পেশাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর ব্যাচমেট, পশ্চিমবঙ্গ ক্যাডারের প্রবীণ কুমারকে করা হয়েছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP)-এর ডিরেক্টর জেনারেল। এর আগে তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তে স্পেশাল ডিরেক্টর পদে ছিলেন।

PRAVEEN KUMAR

গৃহ মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই দুই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনী পেল অভিজ্ঞ নেতৃত্ব। সিআইএসএফ মূলত শিল্পক্ষেত্র ও বিমানবন্দরের নিরাপত্তা সামলায়, আর আইটিবিপি পাহারা দেয় চীনের সীমানা লাগোয়া দুর্গম হিমালয় অঞ্চলে।