/anm-bengali/media/media_files/AMb58Ygqva0Un9KcPJnA.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিহার নিয়ে ফের মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। রবিবার তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। কিশোরের বক্তব্য, “যখন বিহারের মানুষই রাহুল গান্ধীর কথা শুনছে না, তখন ‘জেন জেড’ প্রজন্ম কেন তাঁর কথায় কান দেবে?”
একটি সাক্ষাৎকারে কিশোর বলেন, রাহুল গান্ধী প্রায়ই “ভোট চুরি” নিয়ে অভিযোগ করেন এবং তরুণ প্রজন্মকে দেশের গণতন্ত্র রক্ষার আহ্বান জানান, কিন্তু বিহারের জেন জেড প্রজন্ম তাঁর ডাকে সাড়া দেবে না।
প্রশান্ত কিশোরের কটাক্ষ, “রাহুল গান্ধীর বিহার সম্পর্কে কতটা ধারণা আছে? তিনি এখানে আসেন, দু’দিন ঘোরেন, কিছু ভিডিও তোলেন, আর তারপর উধাও হয়ে যান।”
তিনি আরও বলেন, “রাহুল গান্ধীর রাজনীতিতে প্রভাব আজ প্রায় নেই বললেই চলে। যখন সাধারণ মানুষই তাঁকে গুরুত্ব দিচ্ছে না, তখন নতুন প্রজন্ম কেন তাঁর কথা শুনবে? বিহারের যুবকরা কারও ডাকে নয়, নিজেদের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই রাজনৈতিক সিদ্ধান্ত নেয়।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)
জেন জেড আন্দোলনের প্রসঙ্গেও মুখ খুলেছেন কিশোর। সম্প্রতি নেপালে তরুণ প্রজন্মের প্রতিবাদের জেরে সরকার বদলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিহার নেপাল নয়। এখানে সবাই রাজনীতি বোঝে। মানুষ হয়তো দরিদ্র, কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। তাঁরা দিনরাত রাজনীতি নিয়ে ভাবেন। কিন্তু কেউ ডাক দিলে এখানে বিপ্লব হবে না।”
তিনি আরও যোগ করেন, “বিহার খুবই রাজনৈতিক জায়গা। এখানে মানুষ হয়তো কাজ হারিয়েছে, খাবার পাচ্ছে না, তবু রাজনীতির আশায় বেঁচে আছে। তবে, কারও ব্যক্তিগত আহ্বানে কোনও বড় পরিবর্তন এখানে আসবে না।”
রাজনৈতিক মহলে প্রশান্ত কিশোরের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড়। অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষে রাহুল গান্ধীর ‘বিহার কৌশল ও জনপ্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, কংগ্রেস শিবিরে তৈরি হয়েছে অস্বস্তির বাতাবরণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us