বিহার বিধানসভা ভোটে ২৪৩টি আসনে লড়বে জন সুরাজ, জানালেন প্রশান্ত কিশোর

“কোনও দলের সঙ্গে জোট নয়, ৯ অক্টোবর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে” — প্রশান্ত কিশোর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-07 11.32.15 PM

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন জন সুরাজ-এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন, “আমরা ৯ অক্টোবর প্রার্থীদের তালিকা প্রকাশ করব। জন সুরাজ বারবার বলেছে, আমরা কোনও দলের সঙ্গে জোট করছি না। আমরা ২৪৩টি আসনেই লড়ব।”

কিশোর আরও বলেন, “যদি জনগণ আমাদের আশীর্বাদ দেন, তবে আমরা বিহারের উন্নয়নে কাজ করব। একটাই বিষয় নিশ্চিত — বর্তমান এনডিএ সরকার ১৪ নভেম্বরের পর আর থাকবে না।” রাজনৈতিক মহলে কিশোরের এই মন্তব্যকে বিহারের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।