শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত নীতিশ কুমার ! ফের নীতিশ কুমারকে তোপ দাগলেন প্রশান্ত কিশোর

কেন নীতিশ কুমারকে তোপ দাগলেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq2.jpg

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিহার নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে আজ ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তোপ দাগলেন জন সুরাজ পার্টির প্ৰতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,''নীতিশ কুমারের আরও সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু এখন তাঁর বয়স হয়েছে, এবং সমস্ত বিহারবাসী জানেন যে তিনি এখন 'শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত'।"

nitish kumarq2.jpg

এরপর তিনি বলেন,''নীতিশ কুমার ২০ বছর ধরে বিহারের সেবা করেছেন, এবং তিনি যে কাজ করেছেন, তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। তবে এখন পরিবর্তনের সময় এসেছে। বিহারের মানুষ একটি নতুন সরকার চায়।"