BREAKING: এটা বিহারের নির্বাচন পাকিস্তানের নয় ! এবার প্রধানমন্ত্রীকে চরম কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পাটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোডশো নিয়ে, কড়া প্রতিক্রিয়া দিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''বিহারের নির্বাচনের সঙ্গে পাকিস্তানের কী সম্পর্ক ? নির্বাচন তো পাটনায়,পাকিস্তানে নয়। মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাকে দেশের শত্রুদের মোকাবিলা করার জন্যই প্রধানমন্ত্রী বানানো হয়েছে। পাকিস্তান ও চীনের বিরুদ্ধে লড়ুন, দেশ আপনার সঙ্গে আছে। কিন্তু এরসাথে বিহারের রাজনীতির কি সম্পর্ক ?” 

prashant kishorq2.jpg