BREAKING: নিজের মন্ত্রীদের নামই জানেন না, প্রধানমন্ত্রীর নামও ভুলে যান ! নীতিশ কুমারকে চরম কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে চরম কটাক্ষ করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''গত তিন মাস ধরে বলছি যে, নীতিশ কুমারের অবস্থা এতটাই খারাপ যে তিনি নিজের মন্ত্রীসভার সদস্যদের নামও বলতে পারেন না। এখন অবস্থা এমন হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী মোদির নামও ভুলে যাচ্ছেন। নীতিশ কুমারকে বিহারের অভিভাবক বানিয়ে বিজেপি রাজ্যের তরুণ প্রজন্মের ওপর একপ্রকার বোঝা চাপিয়ে দিচ্ছে।”

nitish kumar sanjay.jpg