New Update
/anm-bengali/media/media_files/AMb58Ygqva0Un9KcPJnA.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের একটি জনসভা থেকে ফের একবার পরিবর্তনের ডাক দিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আজ আমি শুধু মানুষের ভিড় দেখছি। বিহারের মানুষ পরিবর্তন চায়। বিহারের মানুষ লালু, নীতিশ এবং প্রধানমন্ত্রী মোদির রাজনীতি থেকে মুক্তি চায়। এখন জনগণ বিকল্প খুঁজছে। আর সেই বিকল্পের নাম হল জন সুরাজ।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/WzwkiXf0C1S0ndxM1XS0.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us