BREAKING: নিজের পকেট থেকেই দল চালান লালু ! ফের লালু প্রসাদ যাদবকে কড়া আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে কড়া ভাষায় আক্রমণ করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আরজেডি (RJD) দলের প্রধান হিসেবে লালু নিজেই থাকবেন। এই পার্টি তো তাঁর পারিবারিক সম্পত্তির মতো। এই দল চলে তাঁর পকেট থেকে।”

lalu

এরপর তিনি আরও বলেন,''একবার কেউ লালু যাদবকে জিজ্ঞাসা করেছিল, আপনি রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করলেন কেন ? উত্তরে উনি বলেছিলেন,আমি যদি নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী না করি, তাহলে কি আপনার স্ত্রীকে করব ? এটাই লালু যাদবের রাজনীতির ধারা। পরিবারবাদ ও আত্মীয়প্রীতি।”