/anm-bengali/media/media_files/7nXm8rEfUX9HAXWh8cCb.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে কড়া ভাষায় আক্রমণ করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আরজেডি (RJD) দলের প্রধান হিসেবে লালু নিজেই থাকবেন। এই পার্টি তো তাঁর পারিবারিক সম্পত্তির মতো। এই দল চলে তাঁর পকেট থেকে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/7kM79n0tMP5JhQF7elXW.jpg)
এরপর তিনি আরও বলেন,''একবার কেউ লালু যাদবকে জিজ্ঞাসা করেছিল, আপনি রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করলেন কেন ? উত্তরে উনি বলেছিলেন,আমি যদি নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী না করি, তাহলে কি আপনার স্ত্রীকে করব ? এটাই লালু যাদবের রাজনীতির ধারা। পরিবারবাদ ও আত্মীয়প্রীতি।”
#WATCH | Sasaram, Bihar | Jan Suraaj founder Prashant Kishor says, "Obviously Lalu Yadav will remain RJD's chief. It is his family's party. It runs on his pockets... Someone asked Lalu Yadav why he made Rabri Devi the Chief Minister. He answered that if I don't make my wife the… pic.twitter.com/BIdBgYHoiX
— ANI (@ANI) June 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us