BREAKING: বাহুবলীদের কোনও জায়গা নেই,প্রার্থী হবে সাধারণ মানুষ ! নির্বাচনের আগেই বড় ঘোষণা করলেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচনের আগেই জন সুরাজ পার্টির প্রার্থী তালিকা নিয়ে এক বড় মন্তব্য করলেন,জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত। তিনি বলেন,''আমরা এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করছি যেখানে রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে বা টিকিট পেতে কোনও পেছনের দরজা, পেশিশক্তি বা অর্থশক্তির প্রয়োজন নেই। জন সুরাজ আসলে এমন এক গণআন্দোলন, যেখানে মানুষের ভরসা ও স্বচ্ছতা থাকবে। যারা আদর্শ নিয়ে রাজনীতি করতে চান, তারাই আমাদের সংগঠনের ভবিষ্যৎ। জন সুরাজে কোনও বন্দুক, টাকা, মদ, বালি কিংবা রাজনৈতিক বাহুবলীদের ঠাঁই নেই। এখানে প্রার্থী হবেন শুধুমাত্র সাধারণ মানুষের সন্তানরা।”

prashant-kishor-696x392