BREAKING: বিহারে এবার জনগণের সরকার গঠিত হবে ! আত্মবিশ্বাসী প্রশান্ত কিশোর

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq2.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে এক বড় মন্তব্য করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''এই দীপাবলি আর ছট উৎসবই হবে বিহারের শেষ দুঃখের উৎসব। দীপাবলির পর যখন জনগণের সরকার গঠিত হবে, তখন হয়তো সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট বা নালা-নর্দমা ঠিকঠাক হবে না, স্কুল-হাসপাতালেও হয়তো সঙ্গে সঙ্গে খুব একটা উন্নতি হবে না, আর আপনার বাড়ির যেসব লোক বাইরে কাজ করতে গেছেন বা যারা এখন বেকার, তারা হয়তো সরকারি চাকরিও নাও পেতে পারেন। কিন্তু এক বছরের মধ্যে প্রত্যেকের জন্য ১০,০০০-১২,০০০ টাকা রোজগারের বন্দোবস্ত অবশ্যই করা হবে।”

prashant kishorq1.jpg