NDA-এর সাথে মূল লড়াই আমাদের,তৃতীয় হবে ইন্ডি জোট ! বড় দাবি করলেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant-kishor-696x392

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগেই এবার বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন নির্বাচনী রণনীতিবিদ এবং জন সুরাজ (Jan Suraaj) পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিনি বলেন,''এইবার 'ইন্ডি' জোট তৃতীয় স্থানে পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মূল লড়াই হবে এনডিএ (NDA) এবং জন সুরাজ-এর মধ্যে।" প্রশান্ত কিশোরের এই দাবি স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে এবং বিরোধী মহলে নতুন করে জল্পনা সৃষ্টি করবে।

hdfez