চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে বিজেপি ! বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন প্রশান্ত কিশোর

কি অভিযোগ করলেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচনের আগেই বিজেপির বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি অভিযোগ করেছেন যে চাপ দিয়ে জন সুরাজ পার্টির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে বিজেপি। তিনি বলেন,''রাজ্যের শাসক জোট, বিশেষত বিজেপি, জন সুরাজ পার্টির উত্থানে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কারণেই তারা জন সুরাজ পার্টির প্রার্থীদের ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে তাদের নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করছে। আমাদের পার্টির যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাঁরা বা তাঁদের পরিবারের সদস্যরা ভয়ভীতি কিংবা প্রলোভনের শিকার হয়েছেন।''

modi shah

আসলে সম্প্রতি বিহারের দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালগঞ্জ আসন থেকে জন সুরাজ পার্টির প্রার্থীরা তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই ঘটনার পরেই প্রশান্ত কিশোর নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন যে, যাতে বাকি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি বলেন যে,''যদি প্রার্থীরাই নিরাপদ না থাকেন, তবে ভোটারদের নিরাপত্তা কীভাবে সুরক্ষিত হবে ?''