রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা! শুরু হয়ে গেল পুজো

রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য অজস্র ভারতীয় অপেক্ষা করছে। আজ থেকে তার আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে গেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
puja

নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুদিন পরেই অযোধ্যায় পা রাখবেন শ্রী রাম। ভক্তদের উত্তেজনা যেন আর ধরছে না। এবার আজ দুপুরে শ্রীরামজন্মভূমিতীর্থক্ষেত্রট্রাস্টেরসদস্যএবং 'যজ্ঞমান' অনিলমিশ্ররামমন্দিরপ্রাণপ্রতিষ্ঠাঅনুষ্ঠানেরআগেসরযূ নদীরঘাটেপুজো করছেন। দেখুন সেই ভিডিও। 

আজ রাম মন্দিরের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। কারণ আজ রাম মন্দিরের ভিতরে আনা হবে রামলালার মূর্তি।কাল সেই মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হবে।তার আচার-অনুষ্ঠান শুরু হয়ে গেল।