ওয়ানাড ভূমিধস, রাজনীতি শুরু এখানেও, শাহকে জবাব দিলেন জর্জ

'কেরলের সর্বত্রই ভূমিধস-প্রবণ এলাকা রয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
wayanad-landslide_625x300_30_July_24-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়ানাড ভূমিধসের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিবৃতিতে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এদিন বলেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে সমস্ত তথ্য রয়েছে। কেরলের সর্বত্রই ভূমিধস-প্রবণ এলাকা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর তা জানা উচিত ছিল”।

 

Adddd