কেরালার স্থানীয় নির্বাচন ! তিরুবনন্তপুরমে কংগ্রেস, বিজেপি ও সিপিএম-এর জমজমাট রোড-শো

কেরালায় বড়মাপের রোড-শো।

author-image
Debjit Biswas
New Update
bjp congress.jpg

নিজস্ব সংবাদদাতা : কেরালা রাজ্যে আসন্ন স্থানীয় সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী তিরুবনন্তপুরমের রাজনৈতিক উত্তাপ চরমে। রবিবার প্রধান তিনটি রাজনৈতিক দল—কংগ্রেস (Congress), ভারতীয় জনতা পার্টি (BJP) এবং সিপিআই(এম) [CPI(M)]—তাদের নিজ নিজ প্রার্থীর সমর্থনে বিশাল রোড-শো আয়োজন করে।

publive-image

কেরালার রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দী এই তিনটি দলই স্থানীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করছে।