নীতি, না নাটক—বার্তা দিলেন প্রধানমন্ত্রী

“ডেলিভারি হওয়া চাই, ড্রামা নয়”—দিল্লিতে বক্তব্যে তীব্র আক্রমণ মোদীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-01 11.02.37 AM

নিজস্ব সংবাদদাতা: নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাজে বাস্তব ফলাফলের ওপর জোর দিয়ে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লিতে এক ভাষণে তিনি বলেন, “যে যা নাটক করতে চায় করতে পারে। এখানে ডেলিভারি হওয়া উচিত, নাটক নয়… জোর দিতে হবে নীতির ওপর, স্লোগানের ওপর নয়।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে রাজনৈতিক মহল সরাসরি বিরোধীদের উদ্দেশে তোপ হিসেবে দেখছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ, স্লোগান ও বিক্ষোভের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।