নিজস্ব সংবাদদাতা: জয়পুর কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদিদের একটি রুটিন হাসপাতাল সফর ঘুরে দাঁড়াল একেবারে ‘সিটি ট্যুর’-এ। এই সফরে ছিল পোহা ব্রেকফাস্ট, হোটেলে থাকা এবং স্ত্রীর সঙ্গে তো কখনও প্রেমিকার সঙ্গেও গোপন সাক্ষাৎ। ঘটনাটি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনে।
পাঁচজন কয়েদি, যাঁরা জয়পুর সেন্ট্রাল জেল থেকে একটি নির্ধারিত হাসপাতালে চিকিৎসার জন্য বের হন, তাঁদের সঙ্গে ছিলেন পাঁচ কনস্টেবল। কিন্তু চিকিৎসার পথে না গিয়ে তাঁরা বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। কেউ গিয়েছেন স্ত্রীর সঙ্গে দেখা করতে, কেউ আবার প্রেমিকার সঙ্গে সময় কাটাতে। এমনকি সকালের প্রাতঃরাশে পোহা খাওয়ারও বন্দোবস্ত ছিল হোটেলে।
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
এই পুরো ঘটনাটি ছিল ঘুষের মাধ্যমে সাজানো, যাতে কয়েদিরা কিছু সময়ের জন্য মুক্তভাবে বাইরে থাকতে পারেন। পুলিশের তদন্তে উঠে আসে, কয়েদিরা মোটা অঙ্কের ঘুষ দিয়েছিল জেল কর্মীদের, যাতে তাঁরা নিরাপত্তার সুযোগে বাইরে ঘোরাফেরা করতে পারেন। বিষয়টি ফাঁস হতেই রবিবার মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন পাঁচজন পুলিশ কনস্টেবল, চারজন কয়েদি ও তাঁদের চারজন আত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us