নিজস্ব সংবাদদাতা: দিল্লি-গাজিয়াবাদ সীমান্তে সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বারক বলেছেন, "দুর্ভাগ্যবশত, পুলিশ আমাদের থামিয়েছে। আমাদের সম্বলে যেতে দেওয়া হয়নি। আমি এর নিন্দা জানাই। জনগণের আওয়াজ কে তুলবে? পুলিশ, প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এর দায়ভার কে নেবে। আমরা সম্বলের সাধারণ মানুষের সাহায্যের জন্য যাচ্ছিলাম। কিন্তু এর বিরোধিতা করা হল। আমরা এসপি প্রধান অখিলেশ যাদবকে ঘটনার রিপোর্ট দিতে চাই কিন্তু, পুলিশদের অপকর্ম লুকানোর জন্য সরকার এসব করছে।"
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের সম্বল পরিদর্শন করে যান। কিন্তু তাঁদের সম্বলে প্রবেশ করতে দেওয়া হয়নি। জেলাশাসকের তরফে তাঁদের নোটিশ পাঠানো হয়। সম্বলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাঁদের সম্বলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, "জেলা প্রশাসন কী লুকাচ্ছে? কেন রাজ্য সরকার চায় না বিরোধীরা সম্বল সফর করুক? তাদের প্রতিনিধিদলকে সম্বলে যেতে দেওয়া উচিত৷ "