New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় এক পুলিশ কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত হেড কনস্টেবলের নাম গোলাম মোহাম্মদ দার।
#UPDATE | J&K Police personnel HC Gh Mohd Dar succumbed to his injuries. Area has been cordoned off. Search operation going on. pic.twitter.com/brYOr7gBGY
— ANI (@ANI) October 31, 2023
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়েছে, "আহত পুলিশ কর্মী মারা গেছেন এবং শহীদ বরণ করেছেন। আমরা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং এই সংকটময় মুহূর্তে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছি। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us