আদিবাসী মহিলাকে মারধর, নগ্ন করার অভিযোগ, এবার সাসপেন্ড পুলিশ

গত ১১ ডিসেম্বর বেলাগাভি জেলার ভান্টামুরি গ্রামে এক মহিলাকে মারধর, নগ্ন করে এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ ওঠে।

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের (Karnataka) বেলাগাভিরঘটনাকে ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কর্ণাটকে এক আদিবাসী মহিলাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ উঠেছে। সেইসঙ্গে খুঁটিতে বেঁধে রাখারও অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনায় বড় রকমের ট্যুইস্ট এল। জানা গিয়েছে, দায়িত্বেঅবহেলারজন্যকাকাতিথানারপুলিশইন্সপেক্টরবিজয়কুমারসিন্নুরকেসাসপেন্ডকরাহয়েছে। আর এমনই জানানো হয়েছেবেলাগাভিসিটিরআইজিএবংসিপিএসএনসিদ্দারামাপ্পা।