BREAKING: পাঞ্জাব গ্রেনেড হামলায় জড়িত খলিস্তানি জঙ্গি গ্রেপ্তার ! ভয়ঙ্কর তথ্য তুলে ধরলো দিল্লি পুলিশ

কি তথ্য তুলে ধরলো পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গত ৭ই এপ্রিল বাটালা থানায় গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে এবার পাঞ্জাবের গুরুদাসপুর থেকে করণবীর ওরফে করণ নামে এক ২২ বছর বয়সি যুবককে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। এই বিষয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি (DCP) অমিত কৌশিক জানিয়েছেন,''করণবীর খলিস্তানি জঙ্গি সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনালের (BKI) হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলছিলেন এবং বিগত বছরে তিনি পশ্চিম এশিয়ার একটি দেশেও গিয়েছিলেন। এই হ্যান্ডলারের মাধ্যমে তিনি অর্থও পেতেন এবং হামলার প্রধান অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয়ও দিয়েছিলেন। করণবীরের এক সহযোগী আকাশদীপকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়। দু’জনেই দিল্লির একটি অস্ত্র আইনের মামলায় পলাতক ছিল এবং অস্ত্র লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল।'' এই বিষয়ে আরও গভীর তদন্ত চলছে। 

khalistaniss