BREAKING: ৫০ শতাংশ মসজিদই সন্ত্রাসবাদীদের আঁতুরঘর ! পাকিস্তান প্রসঙ্গে ভয়ঙ্কর মন্তব্য করলেন সাজ্জাদ রাজা

কি বললেন পাক অধিকৃত কাশ্মীরের (POK) সোশ্যাল এক্টিভিস্ট সাজ্জাদ রাজা ?

author-image
Debjit Biswas
New Update
SAJJAD RAJA

নিজস্ব সংবাদদাতা : এবার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রসঙ্গে ভয়ঙ্কর মন্তব্য করলেন ন্যাশনাল ইকুয়ালিটি পার্টির চেয়ারম্যান তথা পাক অধিকৃত কাশ্মীরের (POK) সোশ্যাল এক্টিভিস্ট সাজ্জাদ রাজা। তিনি বলেন,''অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গি দলগুলি অনেকটাই সতর্ক হয়ে গেছে। সেনাবাহিনীর সদস্যরা নিজেরা মরে না, তারা নিজেদের হাতে তৈরী পুতুলগুলিকে মরতে পাঠায়। পাকিস্তানে এখনও অনেকগুলি জঙ্গিঘাঁটি বর্তমান আছে। সবথেকে বড় কথা পাকিস্তানের ৫০ শতাংশ মসজিদই তো সন্ত্রাসবাদীদের আঁতুরঘর।''

LASHKAR