/anm-bengali/media/media_files/2025/08/31/pm-modi-and-xi-jinping-2025-08-31-20-45-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে সফরের সময় একাধিক বৈঠকে সীমান্ত-পার সন্ত্রাসবাদের বিষয়টি গুরুত্ব সহকারে তুলেছেন। মোদি চীনের কাছ থেকে এই সমস্যায় সহযোগিতা চেয়েছেন।
চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিস্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও এই বিষয়টি আলোচনায় আসে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/17/modi-in-delhi-2025-08-17-21-19-34.jpg)
মিস্রি জানান, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের প্রসঙ্গকে "অত্যন্ত অগ্রাধিকার" হিসাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, সীমান্ত-পার সন্ত্রাসবাদ শুধু ভারতেরই সমস্যা নয়, চীনও এটির শিকার। তাই দুই দেশের একে অপরকে বোঝা এবং সহযোগিতা করা জরুরি।
বিদেশ সচিব আরও বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ এমন এক অভিশাপ, যার শিকার ভারত ও চীন দুই দেশই। তাই একে মোকাবিলা করতে চীনের সহযোগিতা প্রয়োজন। চীনা পক্ষও এই বিষয়ে তাদের সমর্থন জানিয়েছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us