ভরা সভায় মাথা নত প্রধানমন্ত্রীর!

স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে দিলেন বড় কথা।

author-image
SWETA MITRA
18 Sep 2023
aq দ্দ.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জীবনে প্রথমবার সংসদ ভবনে ঢুকে কেমন অভিজ্ঞতা হয়েছিল? তা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একপ্রকার তিনি স্মৃতিচারণ করলেন। তিনি জানান, ‘প্রথমবার যখন এই সংসদ ভবনে সাংসদ হিসেবে প্রবেশ করি মাথা নত করে প্রণাম করেছিলাম। এই সংসদ ভবনই দেশের গণতন্ত্রের মন্দির। সাড়ে ৭ হাজার সাংসদের অবদান রয়েছে ২ কক্ষে। এই সংসদ ভবনের গৌরব আমাদের সবার।‘