উন্নয়ন নীতিতে পুনর্বিবেচনা প্রয়োজন ! জি-২০ সম্মেলনে 'অবিচ্ছেদ্য মানবতাবাদ'-এর পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

কি পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি ?

author-image
Debjit Biswas
New Update
modi

নিজস্ব সংবাদদাতা : আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি২০ (G20) শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৃদ্ধি' (Inclusive and Sustainable Growth) শীর্ষক এই অধিবেশনে প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথের উন্নয়নের জন্য ভারতের প্রাচীন মূল্যবোধ ও নতুন উদ্যোগের ওপর জোর দেন।

অধিবেশনের পর নিজের 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি জানান,''আফ্রিকা এই প্রথম জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করছে, তাই এটি বৈশ্বিক উন্নয়ন নীতিগুলিকে পুনর্বিবেচনা করার এবং এমন বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার সঠিক সময় যা অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল।''

Narendra Modi

তিনি আরও জানান,''ভারতের সভ্যতাগত মূল্যবোধ, বিশেষত 'অবিচ্ছেদ্য মানবতাবাদ' (Integral Humanism)-এর নীতি বিশ্বকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারে। এই নীতি মানবকেন্দ্রিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের একটি কাঠামো সরবরাহ করে।''