প্রধানমন্ত্রীর বিশাল পরিকল্পনা, আজই দেশ পেতে চলেছে বড় কিছু

আজই দেশ পেতে চলেছে বড় কিছু বলে মনে করা হচ্ছে। ঠাসা কর্মসূচি রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

author-image
SWETA MITRA
New Update
stadium

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার ছুটির দিন বড় কাজ করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)। জানা গিয়েছে,আজভিডিওকনফারেন্সেরমাধ্যমেএক ধাক্কায় ৯টিবন্দেভারতট্রেনের (Vande Bharat Express Train) উদ্বোধনকরবেন। এইনয়টিট্রেনরাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খন্ডএবংগুজরাটএইএগারোটিরাজ্যেযোগাযোগবাড়িয়েতুলবে।