Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/H85WHHejcU1JW6Z01v7c.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে কংগ্রেস ও আরজেডি (RJD)-কে ফের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুই দলের বিরুদ্ধেই পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন,''আরজেডি (RJD) এবং কংগ্রেস উভয় দলই কেবলমাত্র তাদের পরিবারকে কেন্দ্র করে আবর্তিত। একটি হল বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার, আর অন্যটি হল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IZFA1j1IzDtZvFJQOtm3.jpg)
এরপর প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে কংগ্রেস আরজেডিকে ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ভবিষ্যদ্বাণী করেন যে দ্বিতীয় দফার ভোট শেষ হলেই এই জোটের মধ্যে আসল ভাঙন শুরু হবে। তিনি বলেন,''খবর পেয়েছি যে কংগ্রেস প্রতিটি বুথে আরজেডিকে পরাজিত করতে বদ্ধপরিকর। আপনারা দেখবেন, ১১ তারিখ দ্বিতীয় দফার ভোট শেষ হলেই কংগ্রেস ও আরজেডি একে অপরের সঙ্গে কী করে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us