/anm-bengali/media/media_files/2fHLXhjqQWN7AbLzHhzn.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমরা যদি ২০১৪ সালের সেই দিনগুলোর কথা মনে করি, তাহলে বুঝতে পারব যে আমাদের দেশের মানুষ তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। হতাশার অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল দেশ। ২০১৪ সালের আগে এই সময়ে দেশের সবথেকে বড় যে ক্ষতি হয়েছিল তা হল দেশবাসীর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং যখন আস্থা এবং আত্মবিশ্বাস হারিয়ে যায় তখন ব্যক্তি, সমাজ, দেশের পক্ষে উঠে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। একটা সময় পর্যন্ত সাধারণ মানুষের মুখ থেকে বেরিয়ে আসত 'এ দেশের কিচ্ছু হবে না'। ভারতীয়দের হতাশার এই কথাগুলো এক ধরনের পরিচয়ে পরিণত হয়েছিল। কিছুদিন আমরা যখন প্রতিদিন খবরের কাগজ খুলতাম, তখন শুধু প্রতারণার খবরই পড়তাম।"
#WATCH | PM Narendra Modi says, "If we remember those days of 2014, we will realise that the people of our country had lost their self-confidence. The country had drowned in the abyss of despair. At such a time, before 2014, the biggest loss that the country had suffered was the… pic.twitter.com/O8gmVDUeEK
— ANI (@ANI) July 2, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us