/anm-bengali/media/media_files/KsefLAK4g0OD50B4cMLA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বাংলাদেশ আমাদের 'প্রতিবেশী প্রথম' নীতি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের সঙ্গমস্থলে অবস্থিত। গত এক বছরে আমরা জনকল্যাণমূলক অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প একসঙ্গে সম্পূর্ণ করেছি।”
/anm-bengali/media/media_files/yoJBai23AVdxHOuvNsVZ.jpg)
তিনি আরও বলেন, “দুই দেশের মধ্যে ভারতীয় রুপির বাণিজ্য শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত মৈত্রী পাইপলাইন সম্পন্ন হয়েছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি জ্বালানি খাতে উপ-আঞ্চলিক সহযোগিতার প্রথম উদাহরণ হয়ে উঠেছে। মাত্র এক বছরে এতগুলো ক্ষেত্রে এত বড় উদ্যোগ বাস্তবায়ন আমাদের সম্পর্কের গতি ও মাত্রাকেই প্রতিফলিত করে।”
#WATCH | Delhi: PM Narendra Modi says, "Bangladesh is situated at the confluence of our Neighbourhood First Policy, Act East Policy, Vision Sagar and Indo-Pacific Vision. In the last one year, we have together completed many important projects of public welfare...Trade in Indian… pic.twitter.com/17E1Q9UD2a
— ANI (@ANI) June 22, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us