/anm-bengali/media/media_files/MsEbCTcLvlynHRBj9WhK.webp)
নিজস্ব সংবাদদাতা: রিজার্ভেশন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করলেন বিরোধীদের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমি এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর লোকদের সতর্ক করতে চাই কারণ তাদের অন্ধকারে রেখে তারা (বিরোধীরা) তাদের লুট করছে। নির্বাচন এমন একটা সময়, যখন বড় সংকট যে আসছে তা নিয়ে দেশবাসীকে সচেতন করতে হবে। তাই জনগণকে বুঝিয়ে বলছি। ভারতের সংবিধানের মূল চেতনা লঙ্ঘন করা হচ্ছে এবং তাও ভোটব্যাঙ্কের রাজনীতির দোহাই দিয়ে...যারা নিজেদেরকে দলিত, আদিবাসীদের শুভাকাঙ্খী বলে, তারা বাস্তবে তাদের কট্টর শত্রু... একটা ছাপ আছে তাদের ইশতেহারে মুসলিম লীগের... ভোটব্যাঙ্কের জন্য আপনি কি আগামী প্রজন্মকেও ধ্বংস করতে চান?... আমি আমার দলিত, উপজাতি, ওবিসি ভাই-বোনদের অধিকারের জন্য লড়াই করব। আর এজন্যই আমি যুদ্ধ করছি'।
(সৌজন্যে: ANI)
#WATCH | On reservation issue, PM Narendra Modi says, "...I want to alert the SC, ST, OBC & other backward-class people because by keeping them in darkness they (opposition) are looting them. Election is such a time, that I should make the countrymen aware of the biggest crisis… pic.twitter.com/nHWo61gIxk
— ANI (@ANI) May 28, 2024