ইউনেস্কো, ভারতের আরও এক গর্ব! প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

শান্তিনিকেতনের পর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় হোয়সালা মন্দির।

pm modi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের হোয়সালা সাম্রাজ্যের মন্দিরগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইটারে বলেন, "ভারতের জন্য আরও গর্ব। হোয়সালাদের চমৎকার পবিত্র এনসেম্বলগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হোয়সালা মন্দিরের কালজয়ী সৌন্দর্য এবং জটিল বিবরণ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রমী কারুশিল্পের সাক্ষ্য দেয়।"