Train Accident: ওড়িশার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা।   যে আশঙ্কাটা করা হয়েছিল এবার সেটাই সত্যি হল, বালাসোরে ট্রেন দুর্ঘটনায় এক ধাক্কায় অনেকটাই বাড়ল মৃত্যু সংখ্যা।

author-image
SWETA MITRA
New Update
modi train odisha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার উদ্দেশ্যে রওনা হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তিনি বালাসোরে যাচ্ছেন যেখানে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে।‘ এদিকে এই ট্রেন দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা।   যেআশঙ্কাটাকরাহয়েছিলএবারসেটাইসত্যিহল, বালাসোরেট্রেনদুর্ঘটনায়একধাক্কায়অনেকটাইবাড়লমৃত্যুসংখ্যা।  দক্ষিণপূর্বরেলওয়েরতরফেজানানোহয়েছে২৬১জনেরমৃত্যুহয়েছে।ইতিমধ্যেআহতযাত্রীদেরগোপালপুর, খান্তাপাড়া, বালাসোর, ভদ্রকসোরোহাসপাতালেভর্তিকরাহয়েছে।