/anm-bengali/media/media_files/KHW50sR1krAvoLBY1p9a.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৫ জানুয়ারি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি বছর ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবস (Indian Army Day) হিসাবে পালিত হয়। এদিকে আজকের এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘সেনাদিবসেআমরাআমাদেরসেনাকর্মীদেরঅসাধারণসাহস, অটলঅঙ্গীকারএবংআত্মত্যাগকেসম্মানজানাই।আমাদেরদেশকেরক্ষাএবংআমাদেরসার্বভৌমত্বসমুন্নতরাখতেতাদেরনিরলসনিষ্ঠাতাদেরসাহসিকতারপ্রমাণ।তারাশক্তিএবংস্থিতিস্থাপকতারস্তম্ভ।‘
On Army Day, we honour the extraordinary courage, unwavering commitment and sacrifices of our Army personnel. Their relentless dedication in protecting our nation and upholding our sovereignty is a testament to their bravery. They are pillars of strength and resilience. pic.twitter.com/jD6FbM1Gkr
— Narendra Modi (@narendramodi) January 15, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us