সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ! মনিপুর থেকেই নেপালকে দিলেন বড় বার্তা

নেপাল ও সুশীলা কার্কি সম্পর্কে কি বললেন নরেন্দ্র মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : এবার মনিপুরের একটি সভা থেকেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে নেপাল সম্পর্কে একটি বিশেষ বার্তাও দিলেন তিনি। তিনি বলেন,''আজ মণিপুরের এই মাটি থেকে আমি আমার নেপালের বন্ধুদের সঙ্গেও কথা বলতে চাই। নেপাল ভারতের বন্ধু, এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমরা আমাদের সাধারণ ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাস দিয়ে সবসময় যুক্ত রয়েছি এবং একসঙ্গেই এগিয়ে চলেছি।''

PM Narendra Modiw1.jpg

এরপর তিনি বলেন,''আজ সারা দেশের পক্ষ থেকে আমি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য শ্রীমতি সুশীলা জি-কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির এই শপথগ্রহণ নারী শক্তির এক দারুণ উদাহরণ।''

download - 2025-09-10T175927.544
SUSHILA KARKI

এরপর নেপাল সম্পর্কে তিনি বলেন,''আজ আমি নেপালের প্রতিটি ব্যক্তির প্রশংসা করব, যারা এমন একটি অস্থির পরিস্থিতিতেও সেই দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরেছেন।"