ভিনদেশে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত মোদী, প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা

দেশের প্রধানমন্ত্রীর জন্য এই সম্মান গর্বের, বললেন বিজেপি সাংসদ পিপি চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এদিন 'এক দেশ এক নির্বাচন' প্রসঙ্গেও কথা বলেন তিনি।

author-image
Jaita Chowdhury
New Update
Narendra Modi

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা নিয়ে বিজেপি সাংসদ পিপি চৌধুরী বলেন, "এটা অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। গত ১০ বছরে ভারতের সম্মান বেড়েছে।

kjhgcfx

 নিয়ে জেপিসি-র বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "বৈঠকে উপস্থিত ছিলেন দুই বিশেষজ্ঞ, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন। তারা একটি প্রেজেন্টেশন দেন এবং সব দলের সকল সদস্য অত্যন্ত আগ্রহ নিয়ে প্রশ্ন করেন। জাপার প্রতিটি সদস্য জাতীয় স্বার্থে কাজ করছে। আমি নিশ্চিত আমরা জাতীয় স্বার্থে 'এক জাতি এক নির্বাচন'-এর জন্য কাজ করব। আলোচনা ও আলোচনার মাধ্যমে সমস্ত সংশয় দূর করা হচ্ছে।