AI-এর অপব্যবহার রোধে বৈশ্বিক চুক্তির ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি ! প্রযুক্তি হোক 'মানবকেন্দ্রিক'

কি বললেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
modi

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রবিবার কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI)-এর অপব্যবহার রোধ করতে একটি বৈশ্বিক চুক্তির (Global Compact) প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বিশ্বব্যাপী নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা  টেকনোলজি বা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলিকে যেন অর্থ-কেন্দ্রিক না করে মানব-কেন্দ্রিক হিসেবে গড়ে তোলা হয়।

modi

প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তির অগ্রগতি যেন সমাজের বৈষম্য না বাড়িয়ে বরং সকলের জন্য সুযোগ সৃষ্টি করে। তিনি স্পষ্টভাবে বলেন,"আজ AI-এর অপব্যবহার প্রতিরোধের জন্য একটি বৈশ্বিক চুক্তির প্রয়োজন। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক প্রযুক্তি তৈরি করা, যা মানুষের কল্যাণে ব্যবহৃত হবে, কেবল আর্থিক লাভের জন্য নয়।"