New Update
/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
নিজস্ব সংবাদদাতা: বঙ্গজয়ের হুঙ্কারের পর এবার রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। জাতীয় রাজনীতির পাশাপাশি বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েই এই আলোচনায় গুরুত্ব দেওয়া হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
দিল্লিতে ডাকা এই বৈঠকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরাই থাকবেন। সংসদের অধিবেশন শুরুর আগে এই আলাদা বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলার সাংগঠনিক পরিস্থিতি, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়েই বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us