New Update
/anm-bengali/media/media_files/srXsSBd0xmxvtgjhQQCK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেন, "চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। অস্ট্রিয়ার এই সফর অত্যন্ত বিশেষ কারণ কয়েক দশক পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী এই বিচিত্র দেশ সফর করছেন। এই হল সেই সময়, যখন আমরা ভারত-অস্ট্রিয়া বন্ধুত্বের ৭৫ বছর পালন করছি।"
PM Modi tweets, "Had an excellent meeting with Chancellor Karl Nehammer. This visit to Austria is very special because it is after several decades that an Indian Prime Minister is visiting this wonderful country. It is also the time when we are marking 75 years of the… pic.twitter.com/0ffTitZFrA
— ANI (@ANI) July 10, 2024