রাজস্থান নির্বাচন, প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল কংগ্রেসের কথা

আজ আন্তা, বারানে, জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cong bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন রাজস্থান নির্বাচন নিয়ে আজ আন্তা, বারানে, জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি কার্যত প্রথম থেকে শেষ পর্যন্ত কংগ্রেসকে তুলোধনা করেন।

এদিন তিনি বলেন, “এখানকার মানুষের সাথে বিজেপির সবসময়ই বিশেষ সম্পর্ক ছিল। ভারতের স্বাধীনতার ৭৫ বছর সম্পন্ন হয়েছে। এখন, আমাদের সামনে 'উন্নত ভারত' গড়ে তোলারই লক্ষ্য রয়েছে। আর সেখানে রাজস্থানকে উন্নত না করে যদি ভারতকে উন্নত করতে যায় তাহলে তা অসম্পূর্ণ কাজ হবে। কিন্তু যতদিন দেশে তিন শত্রু- দুর্নীতি, রাজবংশ এবং তুষ্টি- আমাদের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সংকল্প পূরণ করা কঠিন। কংগ্রেস হল এই তিন শত্রুর সবচেয়ে বড় প্রতীক। তাই কংগ্রেসকে আগে এখান থেকে নির্মূল করতে হবে”।

 

hiren